ইশতেহার ঘোষণায় প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন ‘রাজশাহী গণমঞ্চ’ এর আহ্বায়ক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাসনাত বেগসহ গণমঞ্চের অন্যান্য নেতৃবৃন্দ ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকি।
নির্বাচনী ইশতেহারে মুরাদ মোর্শেদ বলেন, নাগরিক মর্যাদা প্রতিষ্ঠা করা ও দুর্নীতিমুক্ত, জবাবদিহিতামূলক, গণতান্ত্রিক ও স্ব-শাসিত রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিষ্ঠা করা আমাদের মূলনীতি।
তিনি আরো বলেন, শিক্ষানগরী হিসেবে রাজশাহীর ঐতিহ্যকে হালনাগাদ করতে শিক্ষা ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরি করতে রাজশাহীতে আইটি হাব স্থাপন করে এটিকে প্রযুক্তি ও কর্মসংস্থানের বিশেষায়িত নগরী হিসেবে গড়ে তোলা হবে। নগরীর শিশু-কিশোর, প্রবীণ, নারী, আদিবাসীসহ সকল প্রান্তিক জনগোষ্ঠীর মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য অনুকূল সাংস্কৃতিক পরিবেশ তৈরি করা হবে। স্বাস্থ্যসেবা সকলের জন্য সহজলভ্য করা, ভেজালমুক্ত স্বাস্থ্যকর খাবার ও পানি সরবরাহ নিশ্চিত করা হবে।
রাসিক নির্বাচনে হাতি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতাকারী এই মেয়রপ্রার্থী তার ইশতেহারে বলেন, নাগরিকদের করের অর্থ কোথায় কিভাবে ব্যয় হচ্ছে, উন্নয়ন কাজ কি হচ্ছে তার পরিপূর্ণ জবাবদিহিতা নিশ্চিত করা হবে। দুর্নীতি রোধে তথ্যের অবাধ প্রবাহ রাখা হবে। জনগণই হবে তাদের দেয় করের অর্থের পাহারাদার। এই মহানগরীর তপ্ত আবহাওয়া রোধে বিপুল বনায়ন কার্যক্রম ও বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিয়ত নাগরিক, বিশিষ্টজন ও বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করে সকলের অংশগ্রহণের ভিত্তিতে মহাপরিকল্পনার পরিমার্জন ও সংযোজনের মধ্য দিয়ে রাজশাহী নগরীকে একটি সমৃদ্ধ আগামীর রাজশাহীতে পরিণত করা হবে বলে ইশতেহারে মুরাদ মোর্শেদ প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, একটি বিকাশমান নগরী হিসেবে রাজশাহী নিয়ে এখন থেকেই সতর্ক পদক্ষেপে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা না গেলে এই নগরীর ভবিষ্যৎ অন্যান্য নগরের মতোই হবে। তিনি দীর্ঘমেয়াদী পরিকল্পনার গ্রহণের কথা বলেন এবং নাগরিক মর্যাদা প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দেবার কথা বলেন।
শনিবার (২১ জুলাই) সকালে রাজশাহী মহানগরের সাহেব বাজারের একটি কমিউনিটি সেন্টারের কনফারেন্স রুমে এ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন মুরাদ মোর্শেদ।
ইশতেহার ঘোষণাকালে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের রাজশাহী বিভাগীয় সভাপতি অ্যাডভোকেট এনামুল হক, মুক্তিযোদ্ধা আবুল হাসনাত বেগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক আমিরুল ইসলাম কনক ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) রাজশাহী জেলা আহ্বায়ক আলফাজ হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, জুলাই ২১, ২০১৮/আপডেট: ২২০২ ঘণ্টা
এসএস/আরআইএস/এমজেএফ