ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আইনমন্ত্রীর আসনে বিএনপির মনোনয়ন চান অ্যাডভোকেট সফিকুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, জুলাই ২১, ২০১৮
আইনমন্ত্রীর আসনে বিএনপির মনোনয়ন চান অ্যাডভোকেট সফিকুল সংবাদ সম্মেলন করছেন অ্যাডভোকেট মো. সফিকুল ইসলাম। ছবি: বাংলানিউজ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া -৪ (কসবা- আখাউড়া) সংসদীয় আসন থেকে বিএনপির মনোনয়ন চেয়েছেন অ্যাডভোকেট মো. সফিকুল ইসলাম।

শনিবার (২১ জুলাই) সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে মনোনয়ন প্রত্যাশার কথা জানান তিনি।  

সভায় লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি সুদীর্ঘ রাজনৈতিক জীবনে দলীয় দায়িত্ব সঠিকভাবে পালন করে আসছি।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ৪ সংসদীয় আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী। দলীয় মনোনয়ন দাতা কেন্দ্রীয় নেতারা আমার সুদীর্ঘ রাজনৈতিক কর্মকাণ্ড বিবেচনা করবেন।  

তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে আমরা তার পক্ষে কাজ করব।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা আইনজীবী ফোরামের সহ- সভাপতি অ্যাডভোকেট ফয়েজ উদ্দিন, জেলা বিএনপির মানবাধিকার সম্পাদক অ্যাড. আব্দুল মালেক, কসবা উপজেলা বিএনপির আইন সম্পাদক ইউনুস সরকার, কসবা উপজেলা কৃষক দলের সাবেক সহ-সভাপতি অ্যাড. মোস্তাক আহমেদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা জুলাই ২১, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।