রোববার (২২ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালের আইসিইউতে মোজাফফরের শয্যার পাশে কিছু সময় অবস্থান করে চিকিৎসকদের কাছ থেকে তার সর্বশেষ অবস্থা সম্পর্কে জানেন বিএনপি মহাসচিব।
অধ্যাপক মোজাফফর আহমেদের স্ত্রী আমিনা আহমেদ ও একমাত্র মেয়ে আইভি আহমেদের সঙ্গেও কথা বলেন মির্জা ফখরুল।
এ সময় বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, অধ্যাপক মোজাফফর আহমেদ হৃদরোগ, মূত্রথলিতে ইনফেকশন নানা জটিলতায় ভুগছেন।
শুক্রবার (২০ জুলাই) বারিধারা পার্ক রোডের মেয়ের বাসায় ৯৬ বছর বয়সী এই বর্ষিয়ান নেতা অসুস্থ হয়ে পড়লে দ্রুত এ্যাপেলো হাসপাতালে ভর্তি করা হয়।
মেডিসিন বিভাগের অধ্যাপক বোরহান উদ্দিনের তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে।
মুক্তিযুদ্ধের প্রবাসী সরকারের উপদেষ্টা পরিষদের একমাত্র জীবিত সদস্য অধ্যাপক মোজাফফর আহমেদ উপমহাদেশে বাম রাজনীতির অন্যতম পুরোধা। ২০১৫ সালে সরকার তাকে স্বাধীনতার পদক প্রদান করলে তিনি তা নিতে অসম্মতি জানান।
বাংলাদেশ সময়: ০১৩৯ ঘন্টা, জুলাই ২২, ২০১৮
এমএইচ/এসএইচ