ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতিসহ আটক ৪

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩১ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৮
সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতিসহ আটক ৪

সিলেট: সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট সাঈদ আহমেদসহ চারজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৩ জুলাই) ভোরে নগরের উপশহরের তার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটকরা হলেন- ছাত্রদল নেতা এনামুল হক ও জুনেল এবং বিএনপি মনোনীত মেয়র প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব বিএনপি নেতা আব্দুর রাজ্জাকের ছেলে রুম্মান রাজ্জাক।

এদিকে দুপুরে সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, নির্বাচনী পরিবেশ নষ্ট করার জন্য বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। গতরাতে সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট সাঈদকে তার বাসা থেকে আটক করেছে পুলিশ এবং আমার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব বিএনপি নেতা আব্দুর রাজ্জাকের ছেলে রুম্মান রাজ্জাক আটক করা হয়েছে।

সিলেটের বিএনপি নেতা আব্দুর রাজ্জাক বাংলানিউজকে বলেন, রোববার (২২ জুলাই) দিনগত রাত সাড়ে তিনটার দিকে পুলিশ বাসায় অভিযান চালিয়ে তাকে না পেয়ে তার ছেলে রুম্মানকে আটক করেছে পুলিশ। তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৮
এনইউ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।