রোববার (২২ জুলাই) রাতে নগরের শাহপরান থানায় গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফয়েজ আহমেদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার মুক্তাদির আহমদ, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, মেয়র প্রার্থী আরিফুল হকের নির্বাচন কমিটির সদস্য সচিব আব্দুল রাজ্জাক, মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, সহ-সভাপতি সালেহ আহমদ খসরু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমেদ, ছাত্রদলের সাবেক সভাপতি এমরান আহমদসহ সিলেট জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতাকে এ মামলার আসামি করা হয়।
সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বাংলানিউজকে বলেন, কাজে বাধাদানের অভিযোগে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।
গত ২১ জুলাই গ্রেফতার দুই কর্মীকে ছাড়িয়ে আনতে মহানগর পুলিশের উপ-কমিশনারের (দক্ষিণ) কার্যালয়ের সামনে নেতাকর্মীদের নিয়ে যান আরিফ। এ সময় তিনি রাস্তায় অবস্থান নেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৮
এনইউ/আরবি/