ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘গণতন্ত্র রক্ষায় জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আহ্বান’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৮
‘গণতন্ত্র রক্ষায় জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আহ্বান’ ন্যাপ ঢাকা মহানগর আয়োজিত আলোচনা সভা/ছবি: বাংলানিউজ

ঢাকা: দেশবাসীকে গণতন্ত্র রক্ষার স্বার্থে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া বলেছেন, সরকারের শুভবুদ্ধির উদয় হলেই জাতির কল্যাণ। অন্যথায় জাতির জন্য আরো বেশি কঠিন সময় অপেক্ষা করছে।

বুধবার (২৫ জুলাই) নয়াপল্টনে যাদু মিয়া মিলনায়তনে ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
গোলাম মোস্তফা বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ম, গণতন্ত্র রক্ষা করতে হলে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।

জাতীয় ঐকমত্যের ভিত্তিতেই অশুভ শক্তির মুখে লাগাম লাগাতে হবে।
 
ন্যাপ মহাসচিব আরো বলেন, দেশের মানুষ ঐক্যবদ্ধ হলে কোনো অগণতান্ত্রিক ও স্বৈরাচারী শক্তি আর সরকার গঠন করতে পারবে না। তাই সমস্ত রাজনৈতিক দলকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে ঐকবদ্ধ হতে হবে।
 
তিনি বলেন, ন্যাপ'র সৃষ্টি হয়েছিল জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য। মওলানা ভাসানী ও ভাসানী পরবর্তী মশিউর রহমান যাদু মিয়া, শফিকুল গানি স্বপন এবং আজকের নেতৃত্ব জেবেল রহমান গানির নেতৃত্বে আজও সেই সংগ্রাম অব্যাহত রেখেছে। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশে একটি দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখবে এ দল।  

ন্যাপ ঢাকা মহানগর সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলু'র সভাপতিত্বে সভায় আলোচনায় অংশ নেন গণতান্ত্রিক ঐক্যের আহ্বায়ক রফিকুল ইসলাম, লেবার পার্টি (একাংশ) মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, ন্যাপ সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভূঁইয়া, নির্বাহী সদস্য এখলাছুল হক, সাবেক ছাত্রনেতা এম এন শাওন সাদেকী, যুবনেতা আবদুল্লাহ আল কাউছারী প্রমুখ।

এসময় দলের পক্ষ থেকে কেক কাটা হয় এবং দলের প্রতিষ্ঠাতা স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৮
এমএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।