ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আগামী নির্বাচনে লড়বে জাকের পার্টি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৮
আগামী নির্বাচনে লড়বে জাকের পার্টি কাউন্সিলে বক্তব্য রাখছেন জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা খাজা মোস্তফা আমীর ফয়সাল মুজাদ্দেদী। ছবি: শোয়েব মিথুন

ঢাকা: আগামী নির্বাচনকে গ্রহণযোগ্য করতে জাকের পার্টি অংশ নেবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান পীরজাদা খাজা মোস্তফা আমীর ফয়সাল মুজাদ্দেদী।

তিনি বলেন, দেশের সমৃদ্ধির স্বার্থে, দেশের স্বার্থে, বর্তমান সরকারকে সমর্থন দিয়ে ওই নির্বাচনে অংশ নেব।

বৃহস্পতিবার (২৬ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাকের পার্টির তৃতীয় কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

জাকের পার্টির চেয়ারম্যান বলেন, আমরা বিশ্ববাসীর কাছে, দেশের মানুষের কাছে, একটি গ্রহণযোগ্য নিবাচন উপহার দিতে চাই। ওই নিবাচন হবে ঈদের মতো। কোনো হানাহানি থাকবে না। একইসঙ্গে তিনি সোনার বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের আহ্বান জানান।

তিনি বলেন, আমরা বর্তমান সরকারকে ততোক্ষণ পর্যন্ত সমর্থন দেব, যতোক্ষণ পর্যন্ত সরকার ভালো কাজ করবে, দেশের সমৃদ্ধিতে কাজ করবে। এ সময় তিনি জাকের পার্টির সব নেতা-কর্মীদের প্রতিটি গ্রামে গ্রামে আগামী নির্বাচনের জন্য জনমত গড়ার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে জাকের পার্টির সিনিয়র চেয়ারম্যান ড. খাজা সায়েম আমীর ফয়সাল মুজাদ্দেদী বলেন, আমরা রাজনীতির অগ্রযাত্রায় থাকতে চাই। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার স্বার্থে কাজ করতে চাই। ওই নিবাচনে বর্তমান সরকারকে সমর্থন দিয়েই অংশ নিতে চাই। তবে এটা ছোট আকারে না, বৃহৎ আকারেই আমরা অংশ নিতে চাই।

কাউন্সিল অনুষ্ঠানে জাকের পার্টির কেন্দ্রীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সম: ১৪১৯ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৮
ইএআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।