ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

জাতীয় পার্টি থেকে বিসিসি মেয়রপ্রার্থী তাপস বহিষ্কার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৬, জুলাই ২৭, ২০১৮
জাতীয় পার্টি থেকে বিসিসি মেয়রপ্রার্থী তাপস বহিষ্কার বিসিসি মেয়রপ্রার্থী ইকবাল হোসেন তাপস। ছবি: সংগৃহীত

ঢাকা: দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে জাতীয় পার্টি (জাপা) থেকে জাতীয় পার্টির সব পদ ও পদবী থেকে ইকবাল হোসেন তাপসকে বহিষ্কার করা হয়েছে। বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে জাতীয় পার্টি থেকে লাঙল প্রতীকে মেয়রপ্রার্থী হয়েছিলেন তিনি।  

শুক্রবার (২৭ জুলাই) দলটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্দেশ অমান্য করে বিসিসি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় অনড় থাকা ও কেন্দ্রীয় নেতাদের সম্পর্কে আপত্তিকর বক্তব্য দেওয়া ও পার্টির শৃঙ্খলাভঙ্গের দায়ে ইকবাল হোসেন তাপসকে জাতীয় পার্টির সব পদ ও পদবী থেকে বহিষ্কার করা হয়েছে।

সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মতে, ইকবাল হোসেন তাপসের বহিষ্কারাদেশে স্বাক্ষর করেছেন। ইতোমধ্যে এই বহিষ্কারাদেশ কার্যকর হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৮
এসএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।