ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সংলাপে প্রস্তত এলডিপি: কাদেরকে অলি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৮
সংলাপে প্রস্তত এলডিপি: কাদেরকে অলি

ঢাকা: বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) ড. অলি আহমেদ ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে বলেছেন, চলমান সংকট নিরসনে তার দল যে কোনো স্থানে যে কোনো সময় সংলাপে প্রস্তুত।

কাদেরের সঙ্গে টেলিফোনালাপে অলি এ কথা বলেছেন বলে বাংলানিউজকে জানিয়েছেন এলডিপির যুগ্ম-মহাসচিব শাহাদাত হোসেন সেলিম।  

তিনি শুক্রবার (২৭ জুলাই) সন্ধ্যায় বলেন, ওবায়দুল কাদের কয়েকটি দলের শীর্ষ নেতার সঙ্গে সরাসরি ও টেলিফোনে কথা বলেছেন।

আমাদের নেতা কর্নেল (অব.) অলি আহমেদের সঙ্গেও টেলিফোনে কথা বলেছেন তিনি।

অলি আহমদের বরাত দিয়ে সেলিম বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে অলি বলেছেন- গণতন্ত্র প্রতিষ্ঠায়, চলমান সংকট নিরসনে সরকারের সঙ্গে যে কোনো স্থানে, যে কোনো সময় সংলাপে বসতে প্রস্তত রয়েছে এলডিপি।
 
শাহাদাত হোসেন সেলিম বলেন, আমরা চাই দেশের রাজনৈতিক সংকট মিটে যাক। সব দলের অংশগ্রহণে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হোক। দেশের মানুষ যেন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সেজন্য সুষ্ঠু নির্বাচন দরকার। আর সুষ্ঠু নির্বাচনের আগে সরকারের সঙ্গে বিরোধী দলের সংলাপ প্রয়োজন রয়েছে।
 
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৮
এমএইচ/আরআইএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।