শুক্রবার (২৭ জুলাই) বিকেলে বঙ্গবন্ধুর অন্যতম সহচর, মুজিবনগর সরকারের অস্থায়ী বিচারপতি ও মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদারের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ীতে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মির্জা আজম এসব কথা বলেন।
বীরপ্রতীক আব্দুল হাকিমের সভাপতিত্বে তিনি এসময় আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির স্বার্থে ২৪ ঘণ্টার মধ্যে ১৯ ঘণ্টাই কাজ করেন।
সরিষাবাড়ীর আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে মতিউর রহমান তালুকদার কলেজ মাঠে এ স্মরণসভার আয়োজন করে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদার স্মৃতি সংসদ।
জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সাবেক এমপি ডা. মুরাদ হাসানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ বাকী বিল্লাহ্, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন-অর-রশিদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সুজাত আলী ফকির, প্রয়াত মতিউর রহমান তালুকদারের ভাই অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান তালুকদার দিপু প্রমুখ।
বাংলাদেশ সময়: ২৩০৯ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৮
এসআই