ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো পরীক্ষা-নিরীক্ষা নয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৮
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো পরীক্ষা-নিরীক্ষা নয় আলোচনা সভায় বক্তব্য রাখছেন শাহরিয়ার কবির। ছবি: বাংলানিউজ

ব্রাহ্মণবাড়িয়া: আসছে ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন, এ নির্বাচন কারো কারো জন্য উৎসব হতে পারে বলে মন্তব্য করেছেন একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সভাপতি শাহরিয়ার কবির। তিনি বলেন, এ নির্বাচন নিয়ে কোনো পরীক্ষা নিরীক্ষা করা যাবে না। 

শনিবার (২৮ জুলাই)  দুপুর ১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন: মুক্তিযুদ্ধের চেতনার অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা এ আলোচনা সভার আয়োজন করে।

 

শাহরিয়ার কবির বলেন, বাংলাদেশে শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা। নৌকার বিকল্প নৌকা। আমরা এর বিকল্প এখনো তৈরি করতে পারিনি।  

তিনি আরও বলেন, নির্বাচনের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। সেজন্য মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির সবাইকে এক জায়গায় দাঁড়াতে হবে। একাত্তরের চেতনায় এখানেও দলীয় মত পার্থক্যের উপরে উঠতে হবে। যেসব বাম দলগুলো ১৪ দলের সঙ্গে নেই আমরা তাদের সঙ্গে আগামী এক মাসের মধ্যে এ কথা বলবো।  

একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি কবি জয়দুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির আইন সম্পাদক ব্যারিস্টার নাদিয়া চৌধুরী, কেন্দ্রীয় নেতা মকবুল-ই-এলাহী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।