ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আদালতের নির্দেশের পরও কর্মী গ্রেফতারের অভিযোগ সরোয়ারের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৮
আদালতের নির্দেশের পরও কর্মী গ্রেফতারের অভিযোগ সরোয়ারের সংবাদ সম্মেলনে বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরওয়ার। ছবি: বাংলানিউজ

বরিশাল: হাইকোর্টের আদেশের পরও পুলিশ নেতাকর্মীদের গ্রেফতার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।

শনিবার (২৭ জুলাই) দুপুরে বরিশাল নগরের সদর রোডের বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

মজিবর রহমান সরোয়ার বলেন, গত ২ থেকে ৩ দিন যাবত সারারাত ধরে অভিযান চালিয়ে নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে।

গতকালও আমরা নেতাকর্মীদের গ্রেফতারের বিষয়টি নির্বাচন কমিশনারকে বলেছি। তিনি আমাদের বলেছেন প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন।  

বরিশালে আওয়ামী লীগ নির্বাচনী আচরণ বিধি মানছে না উল্লেখ করে সরোয়ার বলেন, নৌকার প্রতীক নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করছে। নৌকার স্টিকার পোস্টারে শহর ছেয়ে গেছে। মোটরসাইকেলের মহড়া চলছে, অথচ আমার পেছনে মোটরসাইকেল নিয়ে আসলে তাদের নিষেধ করে দেওয়া হচ্ছে। ম্যাজিস্ট্রেট, মোবাইলটিমের দায়িত্বে থাকা কেউই আওয়ামী লীগের মোটরসাইকেল মহড়া দেখে না। আমি সভা করলে তার পাশেই মিছিল করছে, মাইকিং করছে আওয়ামী লীগ সমর্থকরা। বিভিন্নভাবে তারা নির্বাচনী আইন লঙ্ঘন করার পরেও আমরা বিষদগার করি না। আওয়ামী লীগের স্থানীয় চেয়ারম্যানদের বিভিন্ন জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে তারা বিভিন্ন এলাকায় রয়েছেন।  নগরে ঢুকে ভোট তারা জালিয়াতি করতে পারেন।

সরওয়ার বলেন, যতো জুলুম হোক, আগ্রাসন আসুক তার বিরুদ্ধে বরিশালের মানুষকে মাথা উচু করে দাঁড়াতে হবে। আমরা আশা করি এখনো সময় আছে নির্বাচন কমিশন বরিশালের যে দুঃশাসন চলছে, জুলুম চলছে সেগুলো বন্ধ করবে। নির্বাচনের পরিবেশ যাই হোক না কেন, বিএনপির প্রার্থী মাঠে থাকবে। তবে বর্তমান পরিস্থিতি নিয়ে অন্যান্য প্রার্থীদের সঙ্গে আলোচনা করে আমরা আগামীকাল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবো।

এদিকে সংবাদ সম্মেলন থেকে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিসহ ১০ দফা দাবি তুলে ধরা হয়।  

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট  বিলকিছ আক্তার জাহান শিরিন, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁন, উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৮
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।