রোববার (২৯ জুলাই) দুপুরে রাসিকের কার্যালয়ে রিটার্নিং অফিসারের কাছে নেতাকর্মীদের বিনা ওয়ারেন্টে গ্রেফতার ও হয়রানির লিখিত অভিযোগ দেন বুলবুল। এ সময় সাংবাদিকদের কাছে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলার এক পর্যায়ে তিনি এ ঘোষণা দেন।
বুলবুল অভিযোগ করে বলেন, ‘বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার ও নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। এসব নির্যাতনের মধ্যে ধৈর্যের সঙ্গে আমরা গণতন্ত্রের জন্য যুদ্ধ করছি। তাই আগামীকালকে কাফনের কাপড় মাথায় দিয়ে আমরা ভোটকেন্দ্রে যাবো। ’
নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানির অভিযোগ তুলে বুলবুল বলেন, ‘গত দেড় মাস যাবত বিএনপি ও ২০ দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন অব্যাহত রাখা হয়েছে। শুধু নেতাকর্মী নয়, তাদের পরিবারকেও নির্যাতন মধ্যে রাখা হয়েছে।
সুষ্ঠু নির্বাচনের স্বার্থে মেয়র প্রার্থী বুলবুল তার দলীয় নেতাকর্মীদের গ্রেফতার বন্ধের দাবি জানান।
এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, ‘আমরা আশা করেছিলাম সোমবার (৩০ জুলাই) সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু অযোগ্য কমিশন রাজশাহী সিটি নির্বাচন পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ’
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন তপু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনসহ নেতাকর্মীরা।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘন্টা, ২৯ জুলাই, ২০১৮
এসএস/আরআইএস/