রোববার (২৯ জুলাই) দুপুরে পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুরে ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, দেশের মানুষ যেভাবে জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে সরকারকে সহায়তা করেছে ঠিক একইভাবে মাদকের বিরুদ্ধে সহায়তা করবে।
এসময় ১৫৬ প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) আতাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পাবনা-১ আসনের এমপি শামসুল হক টুকু, ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্স’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহম্মেদ খাঁন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. খুরশিদ আলম, পাবনা জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, পাবনা পুলিশ সুপার জিহাদুল কবির, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাসুদুল আলম, সাবেক সচিব ও ট্যারিফ কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মজিবুর রহমান, সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমুখ।
দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে দুপুরে জেলায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের নিয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা করেন তিনি। বিকেলে সাঁথিয়া উপজেলা মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এক জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সেখানে নেতাকর্মীদের তিনি আগামী নির্বাচনের জন্য নৌকার পক্ষে প্রচারণার কথা বলেন।
বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
আরএ