ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইউপিডিএফ প্রধান প্রসীতসহ ৪৪ জনের বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
ইউপিডিএফ প্রধান প্রসীতসহ ৪৪ জনের বিরুদ্ধে মামলা

রাঙামাটি: রাঙামাটির ইউপিডিএফ প্রসীত গ্রুপের প্রধান প্রসীত বিকাশ চাকমাসহ ৪৪ জনকে অভিযুক্ত করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। 

রোববার (২৯জুলাই) বিকেলে রাঙামাটির বাঘাইছড়ি থানায় মামলাটি দায়ের করেন নিয়ন চাকমা (২২) নামে এক যুবক।

বাঘাইছড়ি থানা সূত্রে জানা গেছে, গত ২৬ জুলাই বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়নের দাঙ্গাছড়া, রাইন্নাছড়া ও বেতাগী ছড়ায় সশস্ত্র তিন গ্রুপ এলাকা নিয়ন্ত্রণ নিতে ‘বন্ধুকযুদ্ধে’ লিপ্ত হয়।

ঘণ্টাব্যাপী চলা এ যুদ্ধে বন কুসুম চাকমা নামের এক ব্যক্তি নিহত হয়।

এ হত্যার বিচার দাবিতে বন কুসুম চাকমার ভাইয়ের ছেলে নিয়ন বাদী হয়ে ইউপিডিএফ প্রসীত গ্রুপের প্রধান প্রসীতসহ ৪৪ জনকে অভিযুক্ত করে থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার অন্যান্য অভিযুক্তরা হলেন- ইউপিডিএফ নেতা সচিব চাকমা, রবি শংকর চাকমা, মাইকেল চাকমা, রণজিৎ চাকমা, উদয় বিকাশ চাকমা, আশিন্টু চাকমা, বিশ্বজ্যোতি চাকমা, সুমন চাকমা, তনরাম চাকমা, মলায়ন চাকমা, হেভেন চাকমা, কিশলয় চাকমা, বিধুভূষণ চাকমা, নয়ন মণি চাকমা, রঞ্জন মণি চাকমা, নাদিম কার্বারী, বিমল কান্তি চাকমা, পুলক পুক্কু চাকমা, শিশির কুমার চাকমা, নিকেতন চাকমা, লক্ষিরাজ চাকমা, চৌগা চাকমা নিপন, ধনময় চাকমা, জীবন চাকমা, মলয় কিশোর চাকমা, রিপন চাকমা, মুকুল কান্তি তালুকদার, রত্নজ্যোতি চাকমা, জুয়েল চাকমা, সমাজ প্রিয় চাকমা, জুয়েল চাকমা, ইন্দু মণি চাকমা, সর্বোত্তম চাকমা, চঞ্চুমণি চাকমা, জিকু ত্রিপুরা, প্রত্যুত্তর চাকমা, অমল ত্রিপুরা, তপন চাকমা, অতল চাকমা,  সুকেশন চাকমা, রূপায়র চাকমা, জেসিম চাকমা এবং রিপেল চাকমা।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।