তবে বাকি ছয় প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির মনোনীত প্রার্থীর মধ্যে এমনটাই ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের মাঝে।
সোমবার (৩০ জুলাই) ভোট শুরু হওয়ার পরপরই এ দুই দলের মেয়র প্রার্থীসহ সব মেয়র প্রার্থীরাই নিজের ভোটটি দিবেন কেন্দ্রে গিয়ে।
প্রার্থীদের কাছ থেকে পাওয়া তথ্যানুযায়ী আওয়ামী লীগের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ নগরের ১৯ নম্বর ওয়ার্ডের সরকারি বরিশাল কলেজ কেন্দ্রে ভোট দিবেন সকাল ৮টার দিকে।
বিএনপির ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী মজিবর রহমান সরওয়ার নগরের ১ নম্বর ওয়ার্ডের লাকুটিয়া সড়ক সংলগ্ন সৈয়দা মজিদুন্নেসা মাধ্যমিক বিদ্যালয় সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে তার ভোট প্রদান করবেন।
জাতীয় পার্টির (বহিষ্কৃত) লাঙল প্রতীকের মেয়র প্রার্থী ইকবাল হোসেন (তাপস) ভোট দিবেন মুসলিম গোরস্তান রোডের সৈয়দ আব্দুল মান্নান ডিডিএফ সিনিয়র ও হাফেজি মাদরাসা কেন্দ্রে ভোট দিবেন।
এছাড়াও বাসদের মই মার্কার ডা. মনীষা চক্রবর্তীও সকাল ৮টার দিকে ভোট দিবেন বগুড়া রোডের অক্সফোর্ড মিশন হাই স্কুলে।
হাতপাখার ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মূফতি ওবাইদুর রহমান (মাহবুব) ভোট দিবেন আমনতগঞ্জের মাহমুদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। তিনিও সকাল ৮টায় ভোট দিবেন।
সিপিবির কাস্তে প্রতীকের মেয়র প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ কাউনিয়ার বিনাপানি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৮টায় ভোট দিবেন বলে জানা যায়।
এদিকে জাপার বিদ্রোহী প্রার্থী হিসেকে ক্ষ্যাত ও দলীয় সিদ্ধান্তে আওয়ামী লীগের মেয়র প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানো হরিণ মার্কার স্বতন্ত্র মেয়র প্রার্থী বশীর আহমেদ ঝুনু ভোট দিবেন দক্ষিণ আলেকান্দার শহীদ আলতাফ মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ে।
বাংলাদেশ সময়: ০২৫২ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
এমএস/জিপি