ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপির বর্জন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপির বর্জন ওবায়দুল কাদের

ঢাকা: নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপির প্রার্থী নির্বাচন বর্জন করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (৩০ জুলাই) বিকেলে তিন সিটি করপোরেশেনের নির্বাচনের ভোটগ্রহণ শেষ হলে আওয়ামী লীগের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।  

আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। এ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্যই বিএনপির প্রার্থী নির্বাচন বর্জন করেছেন। নির্বাচন বর্জন করে বিএনপি আগামী জাতীয় নির্বাচনের আগে একটা ষড়যন্ত্র করার পাঁয়তারা করছে।

একই সঙ্গে সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীদের বিজয়ের ব্যাপারে ওবায়দুল কাদের আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, নির্বাচনকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করাই ছিলো বিএনপির মূল উদ্দেশ্যে। তবে তারা সেই অপচেষ্টা সফল করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। কেউ যদি প্রতিযোগিতা ভেস্তে দিতে মাঠে নামে তাহলে কি কিছু করার থাকে? কেউ যদি পরাজয়ের জন্য নিজের ক্ষেত্র তৈরি করতে মরিয়া থাকে এবং মিডিয়াকে ফাঁদে ফেলে নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টায় লিপ্ত হয় তাহলে কি করার আছে?

কাদের বলেন, বিএনপি অভিযোগগুলো আগেই লিখে রেখেছিল। তাদের আগেই নির্ধারণ করা ছিল তারা সকালে কি বলবে, দুপুরে কি বলবে এবং নির্বাচন শেষ হলে কি বলবে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করাই ছিল বিএনপির মূল টার্গেট। তিন সিটি নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে যা দিবালোকের মতো পরিষ্কার হয়েছে।

তিনি বলেন, গত কয়েকদিন বিএনপি নেতারা প্রত্যক্ষ উস্কানি দেশের মানুষ লক্ষ্য করেছে। বিভ্রান্তি সৃষ্টির চেষ্টায় তারা নানা অপপ্রচার করেছে। রাজশাহীতে বিএনপির প্রার্থী ভোট না দিয়ে সারাদিন নাটক করেছেন। বরিশালে বিএনপির প্রার্থীতার বাড়ির সামনে গত রাত থেকে সকাল পর্যন্ত যেসব কর্মকাণ্ড করেছেন তা দেখে বোঝা যায় তিনি নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অনিয়মের অভিযোগে রাজশাহীতে একটি কেন্দ্রও স্থগিত হয়নি। বরিশালে দু’টি ভোট কেন্দ্রে অনিয়মের অভিযোগ থাকায় তা স্থগিত করা হয়েছে। সিলেটেও অনিয়মের অভিযোগে দুটি কেন্দ্র  স্থগিত হয়েছে। বাকি সব জায়গায় শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়েছে।

এসময় সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য রাশিদুল আলম, সভাপতিমন্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংস্কৃতিক সম্পাক অসিম কুমার উকিল, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
এসকে/ওএইচ/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।