ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নৌমন্ত্রীর বক্তব্যে দুঃখ প্রকাশ বাণিজ্যমন্ত্রীর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
নৌমন্ত্রীর বক্তব্যে দুঃখ প্রকাশ বাণিজ্যমন্ত্রীর

ঢাকা: সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের নিয়ে নৌমন্ত্রী শাজাহান খানের বক্তব্যে দুঃখ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

সোমবার (৩০ জুলাই) সন্ধ্যায় জাতীয় জাদুঘরে একটি বইয়ের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সময় দুঃখ প্রকাশ করেন।

সড়ক দুর্ঘটনা সম্পর্কে বাণিজ্যমন্ত্রী বলেন, দুর্ঘটনায় প্রাণ দেওয়া একটি ছেলে এবং একটি মেয়ে আমাদেরই সন্তান।

আমাদের সন্তান সড়ক দুর্ঘটনায় প্রাণ দিয়েছে, এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না। আমার নিজের চোখেও পানি এসেছে। আমি এটা মেনে নিতে পারিনি। আমারও মেয়ে আছে, আমাদেরও সন্তান আছে। এটা খুবই দুঃখজনক ঘটনা।

এ সময় নৌমন্ত্রীর বক্তব্যে দুঃখ প্রকাশ করে আওয়ামী লীগের এ প্রবীণ নেতা বলেন, দুর্ঘটনায় নিহত মেয়েটি একজন গাড়ি চালকের মেয়ে। তার বাবা ৩০ বছর ধরে গাড়ি চালাচ্ছেন। কষ্ট করে লেখাপড়া করিয়ে এ মেয়েকে নিয়ে সে স্বপ্ন দেখেছিলো যে মেয়ে একদিন বড় হবে এবং লেখাপড়া করে মানুষ হবে। কিন্তু সড়ক দুর্ঘটনার কারণে তার সে স্বপ্ন পূরণ হলো না। এ সড়ক দুর্ঘটনাকে নিয়ে কেউ যদি ভিন্নরূপ মন্তব্য করে, সেজন্য আমি ব্যথিত, আমি দুঃখিত এবং আমি মন্তব্যহীন।

দুর্ঘটনায় নিহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মন্ত্রী বলেন, ইতোমধ্যে হাইকোর্ট থেকে একটি নির্দেশ দিয়েছে তাদের পাঁচ লাখ টাকা করে দেওয়ার জন্য। আমি মনে করি এই দু'টি জীবনের মূল্য টাকা দিয়ে কোনোদিন শোধ করা যাবে না। তবে আমাদের এখন এ অসহায় পরিবারকে সাহায্য করা উচিত। এ ব্যাপারে আমাদের প্রধানমন্ত্রী অত্যন্ত দয়ালু এবং সবার পাশে গিয়ে তিনি দাঁড়ান। একটি সড়ক দুর্ঘটনা মানুষের জীবনকে শেষ করে দেয়।

ভবিষ্যতে সড়ক দুর্ঘটনা যেনো আরো কমে আসে, এ সময় সে ব্যাপারেও আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
এইচএমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।