মঙ্গলবার (৩১ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে নগরীর ছোরাপাড়ায় কামরানের বাসায় গিয়ে তার সঙ্গে কুশল বিনিময় করেন আরিফুল।
নির্বাচনে বিজয়ের দ্বারপ্রান্তে থাকা আরিফুল হক চৌধুরী সিলেটে উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার জন্য কামরানের সহযোগিতা চান।
এদিকে বিকেল পাঁচটার দিকে নির্বাচন সংশ্লিষ্ট বিষয়ে কমরান সংবাদ সম্মেলনের আহ্বান করলেও পরে তা স্থগিত করা হয়েছে।
বরিশাল ও রাজশাহীর সঙ্গে সোমবার (৩০ জুলাই) সিলেটেও সিটি নির্বাচন হয়। এতে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের আরিফুল হক চৌধুরী ৯০ হাজার ৪৯৬ ভোট পেয়ে আওয়ামী লীগ প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের থেকে এগিয়ে রয়েছেন। তবে দু’টি কেন্দ্র স্থগিত জটিলতায় তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়নি।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৮
এনইউ/এএটি