তিনি বলেন, পরিস্থিতি ও অভিজ্ঞতা আমাদের পক্ষে। এই সরকারের পায়ের নিচের মাটি নড়বড়ে।
বৃহস্পতিবার (২ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইসলামিক পার্টি (বিআইপি) আয়োজিত ‘প্রশাসনিক হস্তক্ষেপ ও নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তার প্রেক্ষাপটে জাতীয় নির্বাচনকালীন ব্যবস্থা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, আমরা গত কয়েকদিনে বেশ কয়েকটি ঘটনা দেখলাম। কোটা সংস্কারে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে শিক্ষার্থীরা যখন আন্দোলন করলেন সরকার তখন নতি স্বীকার করেছে। আবার গত তিন-চার দিন ধরে কলেজের শিক্ষার্থীদের কাছেও নতি স্বীকার করেছে। এরা (সরকার) যতটা শক্তিশালী বলে নিজেদের জাহির করে বাস্তবে মোটেও ততটা শক্তিশালী নয়।
‘যদি ঐক্যবদ্ধভাবে আমরা সব শ্রেণী-পেশার মানুষ রাস্তায় নামতে পারি আমাদের সামনেও এই সরকার নতি স্বীকার করবে। কারণ এই সরকারের নৈতিক কোনো ভিত্তি নেই। তারা জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়। তারা জোর করে ক্ষমতায় এসে পুলিশ প্রশাসন দিয়ে টিকে আছে। এ ধরনের সরকার আন্দোলনের মুখে টিকে থাকতে পারে না। আমাদের সে আন্দোলন গড়ে তুলতে হবে। ’
নজরুল ইসলাম খান বলেন, এই সরকার স্বভাবজাতভাবে ছাত্রদের সঙ্গে প্রতারণা করেছে। সরকারপ্রধান রাগ-অনুরাগে কোনো সিদ্ধান্ত নেবেন না বলে শপথ নিলেও তিনি কথা রাখেন। প্রধানমন্ত্রী শপথ ভঙ্গ করেছেন। সুতরাং, তার পদত্যাগ করা উচিত।
বাংলাদেশ ইসলামিক পার্টি (বিআইপি) সভাপতি আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় পার্টির মহাসচিব আবুল কাশেম, ডিএল এর সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুর হোসেন ঈশা, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আরিফা সুলতানা রুমা, জিনাফের সভাপতি লায়ন মিয়া মো. আনোয়ার, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ বক্তব্য দেন।
বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৮
এমএইচ/এএ