শনিবার (০৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর নয়াপল্টন দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনকে শক্তি প্রয়োগের মাধ্যমে দমন করতে চাইছে সরকার।
‘যদি আওয়ামী লীগ এই শিক্ষার্থীদের ওপর হামলা করে তাহলে জনগণ ও তাদের অভিভাবক তাদের ক্ষমা করবে না, এর পরিণাম শুভ হবে না। ভোটারবিহীন সরকারকে শুধু জনগণই নয়, শিশু থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাথী পর্যন্ত বিশ্বাস করে না। ’
রিজভীর অভিযোগ, বিদ্যার্থীরা নির্যাতনে বেঁধে রাখার শিকলকে চিনতে পেরেছে, অকাল মৃত্যুর দানবকে চিহ্নিত করতে পেরেছে বলেই তারা আজ নির্যাতনকারী সিন্ডিকেটের বিরুদ্ধে অবিচল, অকম্প, উদ্বেল আন্দোলন বইয়ে দিতে পেরেছে। দুর্নীতির দুষ্ট চক্রে গোটা দেশকে বন্দি করেছে এই সরকার।
‘অদক্ষ ড্রাইভার, ত্রুটিপূর্ণ গাড়ি, বেহাল সড়ক, ভুয়া ড্রাইভিং লাইসেন্স প্রদান, ত্রুটিপূর্ণ গাড়িকে ফিটনেস সার্টিফিকেট প্রদান, এই সমস্ত অনাচারের জন্য দায়ী বর্তমান সরকার। বিশেষভাবে দায়ী সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং পরিবহন নেতা নৌমন্ত্রী শাজাহান খান। আর এই অব্যবস্থাপনার কারণেই পরিবহন সেক্টরে অরাজকতা চলছে। ’
বিএনপির মুখপাত্র বলেন, প্রতিনিয়ত বাসের চাপায় পিষ্ট হচ্ছে এদেশের সজীব প্রাণগুলো আর মন্ত্রীরা হায়েনার হাসি হাসছেন। সমগ্র ঘটনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের ভবিষ্যৎ বিদ্যার্থীরা।
সংবাদ সম্মেলনে কারান্তরীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা নিয়েও কথা বলেন রিজভী। একই সঙ্গে তার নিঃশর্ত মুক্তিও দাবি করেন তিনি।
রিজভী বলেন, খালেদা জিয়া এখনও গুরুতর অসুস্থ। অবিলম্বে তাকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসার সুযোগ করে দেওয়ার দাবি জানাচ্ছি।
খালেদা জিয়ার চিকিৎসা নেওয়ার মানবিক অধিকারটুকুও সরকার কেড়ে নিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, আমাদের দাবি সরকার এই মুহূর্তে পদত্যাগ করুক। সরকার পদত্যাগ করলেই দেশে গণতন্ত্র ফিরে আসবে, নিরাপত্তা ফিরে আসবে, শান্তি ফিরে আসবে। শিশু-কিশোররা যে ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করছে আমরা তাদের সঙ্গে আছি। এই ন্যায্য দাবি পূরণের জন্য আমরা নিশ্চয়ই সমর্থন দেব।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহম্মেদ তালুকদার, নির্বাহী সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইন প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৮
এমএইচ/ এমএ