ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বাংলাদেশ দলের জয়ে স্পিকার-এরশাদের অভিনন্দন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০২ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৮
বাংলাদেশ দলের জয়ে স্পিকার-এরশাদের অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলের জয়ে অভিনন্দন

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-২০ সিরিজ জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সোমবার (৬ আগস্ট) এক অভিনন্দন বার্তায় ভবিষ্যতে জয়ের এই ধারা ধরে রাখতে খেলোয়াড়রা তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে স্পিকার আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ ক্রিকেট দলের জয়ে টাইগারদের অভিনন্দন জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

এক অভিনন্দন বার্তায় সাবেক রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতেও বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এই জয়ে অনুপ্রাণিত হবে দেশের ফুটবলসহ অন্য দল।  

অভিনন্দন বার্তায় খেলোয়াড়দের পাশাপাশি কোচ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানান সাবেক রাষ্ট্রপতি।

অভিনন্দন জানিয়েছে বিরোধী দল বিএনপিও। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।  

ছয় বছর পর বিদেশের মাটিতে টাইগাররা টি-২০ সিরিজ জয় করলো। তিন ম্যাচের টি-২০ সিরিজের শেষ ম্যাচে বৃষ্টি আইনে ওয়েস্ট ইন্ডিজকে ১৯ হারিয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত প্রথম ম্যাচে বৃষ্টি আইনে হেরে পিছিয়ে পড়লেও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত শেষ দু’টি ম্যাচই জিতেছে টাইগাররা।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৮
এসএম/এসআই/এমএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।