ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গুজবের অভিযোগে কোম্পানীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৮
গুজবের অভিযোগে কোম্পানীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতা আটক

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) অপপ্রচার ও গুজব ছড়ানোর অভিযোগে ফিরোজ আলম মিলন নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (০৭ আগস্ট) দুপুরের দিকে উপজেলার বসুরহাট বাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয়।  

আটক ফিরোজ আলম মিলন কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি।

কোম্পানীগঞ্জ থানা সূত্র জানায়, নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলনকে উস্কে দেওয়ার জন্য ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে মঙ্গলবার দুপুরের দিকে অভিযান চালিয়ে বসুরহাট বাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে মিলনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও তার ব্যবহৃত ফেসবুক আইডি জব্দ করা হয়।

কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রবিউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আমরা তদন্ত করে সত্যতা পেয়েছি, সে নিজের ফেসবুক আইডি ব্যবহার করে সহিংসতার পক্ষে গুজব ছড়ায়। তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করা হবে।

এদিকে, মিলন রাজনৈতিক প্রতিহিংসার শিকার দাবি করে, তার গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন ও পৌর যুবদলের সভাপতি শওকত হোসেন সগির।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৮
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।