ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ছাত্র আন্দোলন উসকানির অভিযোগে ৩ শিবির সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৮
ছাত্র আন্দোলন উসকানির অভিযোগে ৩ শিবির সদস্য আটক আটক তিন শিবির সদস্য

ঢাকা: নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলন নিয়ে ফেসবুকে উসকানিমূলক পোস্ট ও গুজব ছড়ানোর অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে ছাত্র শিবিরের তিন সদস্যকে আটক করেছে র‌্যাব-২। 

আটকরা হলেন- আক্তারুজ্জামান টনি (২২), আসাদুল্লাহ আল গালিব (২২) ও মুনইম সরকার (২৩)।
 
বুধবার (৮ আগস্ট) বিকেলে আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক এএসপি মোহাম্মদ রবিউল ইসলাম।


 
আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, তারা তিনজনই বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বাংলাদেশ ছাত্র শিবিরের সদস্য। তারা নিজ মোবা‌ইল ব্যবহার করে ফেসবুক আইডি থেকে ছাত্র আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত ও দীর্ঘায়িত করে আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর উদ্দেশ্যে বিভিন্ন রকম স্ট্যাটাস দিয়ে আসছিল। এছাড়া ফেসবুকে বিভিন্ন ধরনের মিথ্যা, বানোয়াট ছবি, গুজব সংবাদ, বানোয়াট ভিডিও প্রকাশ করছিল।
 
এসময় তাদের কাছ থেকে ১টি ল্যাপটপ, ৩টি মোবাইল সিম, ১টি ভিডিও ক্লিপ, ৬টি ইসলামী বই ও ১টি শিবিরে যোগদানপত্র জব্দ করা হয়েছে।        
 
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৮
পিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।