বুধবার (৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর বনানীর ন্যাম ভবনের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মোল্যা নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, হত্যা মামলায় মফিকুল হাসান তৃপ্তিকে গ্রেফতার করা হয়েছে।
২০০৬ সালের ২৬ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে শিক্ষকদের আবাসিক ভবনে ড. আফতাব আহমেদকে হত্যা করে গুলি করে হত্যা করে একদল দুর্বৃত্ত। সেসময় রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করে আফতাব আহমেদের পরিবার। মামলাটির তদন্তভার পুলিশ ও ডিবির হাত ঘুরে সিআইডিতে আসে।
তৃপ্তি ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা-বেনাপোল) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। ওই সময় তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক ছিলেন।
এক-এগারোর সময় চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশনার বাইরে গিয়ে তৎকালীন মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার পক্ষে বিবৃতি দেওয়ায় বহিষ্কৃত হন তৃপ্তি।
বাংলাদেশ সময়: ২২১১ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৮
এমএইচ/পিএম/এইচএ/