বৃহস্পতিবার (৯ আগস্ট) সকালে দলটির চেয়ারম্যানের বনানী অফিসে জাতীয় পার্টির (জেপি) সাংগঠনিক সম্পাদক আলহাজ্জ নজরুল ইসলামের জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি একথা বলেন।
রুহুল আমিন হাওলাদার আরও বলেন, আওয়ামী লীগ ও বিএনপির সাতাশ বছরের শাসনামলে দেশের মানুষ ক্ষত-বিক্ষত।
নির্বাচনের আগে তৃণমূলে দলকে আরও শক্তিশালী করতেও আহ্বান জানান রুহুল আমিন হাওলাদার।
অধ্যাপক মো. জুলফিকার আলীর সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে বক্তৃতা করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আবুল কাশেম, সুনীল শুভ রায়, মেজর (অব.) খালেদ আখতার ও শফিকুল ইসলাম সেন্টু।
আরও উপস্থিত ছিলেন পার্টির ভাইস চেয়াম্যান ইকবাল হোসেন রাজু, যুগ্ম মহাসচিব মোস্তাকুর রহমান মোস্তাক, জহিরুল আলম রুবেল. সম্পাদক মণ্ডলীর সদস্য জসিম ভূঁইয়া, মনিরুল ইসলাম মিলন, আমির হোসেন ভূঁইয়া এমপি, ফখরুল আহসান শাহজাদা, মো. হেলাল উদ্দিন, গোলাম মোস্তফা, এমএ রাজ্জাক খান, রেজাউল করিম, কেন্দ্রীয় নেতা ফজলে এলাহী সোহাগ, আবদুস সাত্তার, মিজানুর রহমান দুলাল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৮
এসআই/আরআর