তিনি বলেন, যারা ছাত্রলীগ করবেন, তাদের জীবনবৃত্তান্তের তালিকা করে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হবে। তিনি যে দু’টি নাম ঠিক করে দেবেন, তারাই হবেন সভাপতি-সাধারণ সম্পাদক।
ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বগ্রহণ শেষে শুক্রবার (১০ আগস্ট) সংক্ষিপ্ত সফরে মাজার জিয়ারতে এলে ওসমানী বিমানবন্দরে পৌঁছে নেতাকর্মীর উদ্দেশে তিনি এসব কথা বলেন।
গোলাম রাব্বানী বলেন, সিলেট ছাত্রলীগে নানা সমস্যা উৎরে আগামী সেপ্টেম্বর মাসেই জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটি দেওয়া হবে। ছাত্রলীগের নেতা হতে হলে শ্রম আর মেধা দরকার।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরাণ (র.) মাজার জিয়ারত করে বিকেলেই ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করেন।
বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৮
এনইউ/আরবি/