শনিবার (১১ আগস্ট) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটউটে এক সংবাদ সম্মেলনে এই সমঝোতার বিষয়ে জানানো হয়।
জাতীয় পার্টি ও বাংলাদেশ খেলাফত মজলিশের নির্বাচনী সমঝোতা উপলক্ষে আয়োজিত এই সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপার চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
তিনি বলেন, আগামী নির্বাচনে জাতীয় পার্টি ৩শ’ আসনেই প্রার্থী দেবে। এমনকি বিএনপি নির্বাচনে না আসলেও জাতীয় পার্টি নির্বাচন করবে।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এরশাদ বলেন, বিএনপি নির্বাচনে যাবে কি যাবে না, সেটা আমরা জানি না। তবে আমরা নির্বাচনে যাবো।
তিনি আরও বলেন, রাজনীতিতে অনেক খেলা হয়ে থাকে।
অন্য এক প্রশ্নের উত্তরে জাপা চেয়ারম্যান বলেন, বর্তমান প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পরিবর্তন আমরা চাই না। এই সিইসিকে তো আমরাই চেয়েছিলাম।
সংবাদ সম্মেলনে খেলাফত মজলিশের আমির প্রিন্সিপ্যাল আল্লাম হাবীবুর রহমান বলেন, বাংলাদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা জাতীয় পার্টির সঙ্গে এই জোট গঠন করেছি। বাংলাদেশে ইসলামের বাতি জ্বালাতেই আমরা একত্রিত হয়েছি। ইনশাল্লাহ আমরা সফল হবো।
সংবাদ সম্মেলনে বলা হয়, দুই দলের মধ্যে ছয় দফার একটি সমঝোতা হয়েছে। এসব সমঝোতার মধ্যে রয়েছে, পবিত্র কোরআন ও সুন্নাহবিরোধী আইন করা যাবে না, জাতীয় সংসদে আইনের মাধ্যমে কওমি মাদ্রাসার স্বীকৃতি, সব ধর্মের মানুষকে ধর্মীয় স্বাধীনতা দিতে হবে, নবী-রাসুলকে নিয়ে কটূক্তি করা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে ইত্যাদি।
সংবাদ সম্মেলেন আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির নেতা এবিএম রুহুল আমিন হাওলাদার, জিএম কাদের, খেলাফত মজলিশ নেতা মাহফুজুল হক, মাওলানা ইসমাইল নুরপুরী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ১১ আগস্ট, ২০১৮
টিআর/আরআর