ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মহিলা আওয়ামী লীগের দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
মহিলা আওয়ামী লীগের দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা/ফাইল ফটো

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকীতে জাতীয় শোকদিবস উপলক্ষে মহিলা আওয়ামী লীগ আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। 

বুধবার (১৫ আগস্ট) বাদ আছর ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শেখ হাসিনা ছাড়াও বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা, প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন পুতুল, তার স্বামী খন্দকার মাশরুর হোসেন, শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিসহ পরিবারের অন্য সদস্য ও স্বজনরা দোয়া মাহফিলে অংশ নেন।

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের নেতা-কর্মীরা দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে বঙ্গবন্ধু, বঙ্গমাতা ফজিলাতুননেছা মুজিবসহ ১৫ আগস্টের অন্য শহীদের রুহের মাগফেরাত কামনা করা হয়।

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদেরও আত্মার মাগফেরাত কামনা করা হয় দোয়ায়।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৮
এমইউএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।