১৫ আগস্ট জাতীয় শোকদিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি লিটন বলেন, ১৯৪৭ সালে দেশ ভাগ হওয়ার পরপরই বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন এই স্বাধীনতায় আমাদের কোনো লাভ নেই।
‘একটি কুচক্রি মহল ইতিহাস বিকৃত করার অপচেষ্টা চালিয়েছিল। কিন্তু সত্য কখনও চাপা থাকে না, একদিন প্রকাশিত হয়, তাই হয়েছে। ইতিহাস ইতিহাসের গতিতে চলছে। আগামীতেও চলবে,’ যোগ করেন জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের ছেলে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
রাজশাহীতে আওয়ামী লীগ এখন অনেক সংগঠিত উল্লেখ করে তিনি বলেন, রাজশাহী ছিল মিনি পাকিস্তান। সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পর রাজশাহীতে আওয়ামী লীগের নৌকা টানা কঠিন ছিল। আমরা আওয়ামী লীগের নৌকা টেনে সেই অবস্থা থেকে বেরিয়ে এসেছি।
‘বর্তমানে হাইব্রিডের (বহিরাগত) অত্যাচার অনেক বেশি। খারাপ সময় এলে তাদের খুঁজে পাওয়া যাবে না। তাই হাইব্রিডদের কাছ থেকে সাবধান থাকতে হবে। ’
খায়রুজ্জামান লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলার গড়ার স্বপ্ন পরিপূর্ণভাবে পূরণে কাজ করছেন। দেশকে উন্নয়নের চূড়ান্ত শিখরে নিয়ে যাচ্ছেন। এক্ষেত্রে নিজ নিজ জায়গা থেকে আমাদেরও কাজ করতে হবে।
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ব্যবস্থাপনা পরিচালক কাজী আলমগীরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম শেখ ও রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. রুস্তম আলী আহমেদ।
আলোচনা সভা শুরুর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ কর হয়।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৮
এসএস/এমএ