ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় জেলা শিবির সেক্রেটারি নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০১, আগস্ট ১৭, ২০১৮
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় জেলা শিবির সেক্রেটারি নিহত

লক্ষ্মীপুর:  লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ছাত্র শিবিরের জেলা সেক্রেটারি ইব্রাহিম খলিল (২৭) নিহত হয়েছেন। 

শুক্রবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার হায়দরগঞ্জের ছয়বাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত ইব্রাহিম উপজেলার উত্তর চরআবাবিল ইউনিয়নের আবাবিল গ্রামের মো. মুকবুল হোসেনের ছেলে।

তিনি লক্ষ্মীপুর জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি এবং লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে চলতি বছর রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স পাস করেন।  

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে ইব্রাহিম খলিল মোটরসাইকেলে করে যাওয়ার পথে ছয়বাড়িয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান। স্থানীয়রা উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান মিয়া বলেন, দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে ঘটনাটি শুনেছি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৫৪ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৮
এসআর/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ