ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদার সঙ্গে স্বজনদের সাক্ষাৎ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৮
খালেদার সঙ্গে স্বজনদের সাক্ষাৎ

ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন পরিবারের পাঁচ স্বজন। তারা হলেন, ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলী রহমান, বোন সেলিনা ইসলাম, ভাগ্নে ডা. মামুন ও আরাফাত রহমান কোকোর ছোট মেয়ে জাহিয়া রহমান।

শনিবার (১৮ আগস্ট) বিকেল সোয়া ৪টার দিকে তারা কারাগারে প্রবেশ করেন। এক ঘণ্টারও বেশি সময় পরে ৫টা ৩৫ মিনিটের দিকে বেরিয়ে যান।

কারাগার থেকে বেরিয়ে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি বিএনপি চেয়ারপারসনের এ স্বজনরা।

এর আগে তারা এ সাক্ষাতের জন্য কারা কর্তৃপক্ষের কাছে যথাযথভাবে আবেদন করেন। সব আনুষ্ঠানিকতা শেষে সাক্ষাতের সুযোগ দেওয়া হয়।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছর এবং তারেক রহমানসহ মামলার বাকি আসামিদের ১০ বছর করে কারাদণ্ড দেন আদালত। এরপর গত ৬ মাসেরও বেশি সময় ধরে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের ওই কারাগারে রাখা হয়েছে সাবেক এ প্রধানমন্ত্রীকে।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৮
এমএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।