সোমবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার শ্রীপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি এলজি ও দু’টি কার্টুজ জব্দ করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় শ্রীপুরে অভিযান চালিয়ে পারভেজকে গ্রেফতার করা হয়।
চাটখিল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইকবাল বাহার চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত পারভেজের বিরুদ্ধে অস্ত্র, ছিনতাইসহ বিভিন্ন ঘটনায় ১১টি মামলা রয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে তার বিরুদ্ধে আরো একটি মামলার প্রস্তুতি চলছে।
এদিকে, রাতে পারভেজের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করে তার পরিবারের সদস্যরা।
বাংলাদেশ সময়: ০৩৪৪ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৮
বিএসকে