ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

শেখ হাসিনা বেঁচে গেছেন বলে বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০৪, আগস্ট ২১, ২০১৮
শেখ হাসিনা বেঁচে গেছেন বলে বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে বক্তব্য রাখছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ছবি: বাংলানিউজ

ভোলা: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে আছেন বলেই বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে। স্বাধীনতাবিরোধী ও মনতবতাবিরোধীদের বিচার হয়েছে। তার সুযোগ্য নেতৃত্বে দেশ এখন মধ্যম আয়ের দেশে পরিণত হতে যাচ্ছে।

মঙ্গলবার (২১ আগস্ট) সন্ধ্যায় গ্রেনেড হামলা দিবস উপলক্ষে ভোলা জেলা আওয়ামী লীগের আয়োজনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
 
তিনি আরো বলেন, বিএনপি দেশটাকে পাকিস্তান বানানোর জন্য শেখ হাসিনার ওপর হামলা চালিয়েছে, দেশকে অকার্যকর রাষ্ট্র বানাতে চেয়েছে।

তারা জানে, শেখ হাসিনা বেঁচে থাকলে দেশ এগিয়ে যাবে। তাই তারা ওই নৃশংস ও নজিরবিহীন হামলা করেছে। বিএনপি যখনই ক্ষমতায় এসেছে, তখনই আওয়ামী লীগের ওপর আঘাত এসেছে। তাই আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চিত করে এদের জবাব দিতে হবে।
 
ভোলা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি দোস্ত মাহামুদের সভাপতিত্বে আলোচনা সভায় অনেকের মধ্যে বক্তব্য রাখেন- ভোলা সদর উপজেলার চেয়ারম্যান মো. মোশারফ হোসেন ও পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির।  

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম মোস্তফা, অ্যাডভোকেট জুলফিকার আহমেদ, অ্যাডভোকেট সৈয়দ আশরাফ হোসেন লাভু, যুগ্ম-সম্পাদক এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ভাইস চেয়ারম্যান মো. ইউনুস, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আতিকুল ইসলাম, সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. আবু সায়েম প্রমুখ। সভা সঞ্চালনা করেন ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আজিজুল ইসলাম।  

বাংলাদেশ সময়: ০৫০০ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ