ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

রূপগঞ্জে পুলিশি বাধায় বিএনপি নেতার ঈদ পুনর্মিলনী পণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩৩, আগস্ট ২৪, ২০১৮
রূপগঞ্জে পুলিশি বাধায় বিএনপি নেতার ঈদ পুনর্মিলনী পণ্ড অনুষ্ঠান পণ্ড হওয়ায় চেয়ার-টেবিল গুছিয়ে ফেলা হয়-ছবি-বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর বাড়িতে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

শুক্রবার (২৪ আগস্ট) দুপুরে ঈদ পুনর্মিলনীর এ মেজবান হওয়ার কথা থাকলেও রাতেই তা বন্ধ করে দেয় পুলিশ।  

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া জানান, বাপ-দাদার আমল থেকে তাদের বাড়িতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেখানের মেজবানিতে ১৫ থেকে ২০ হাজার লোকের সমাগম ঘটে। প্রতি বছরের মতো এবারও তার পরিবারের পক্ষ থেকে গোলাকান্দাইল হাট সংলগ্ন কাঁচারির বাড়িতে শুক্রবার দুপুরে এ আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়।  

বৃহস্পতিবার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক এইচ এম জসিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ এসে অনুষ্ঠান বন্ধ করে দেয়।  

এ বিষয়ে পরিদর্শক এইচ এম জসিম উদ্দিন জানান, রূপগঞ্জে বিএনপি তিন ভাগে বিভক্ত। যেকোন সময় দুই পক্ষ ওই অনুষ্ঠানে ঝামেলার সৃষ্টি করতে পারে। কোন্দলের কারণে নিজেরাই অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে মাত্র। পুলিশের বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়।  

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ