ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

খালেদা জিয়া রাজাকারতন্ত্রের মা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩৮, আগস্ট ২৪, ২০১৮
খালেদা জিয়া রাজাকারতন্ত্রের মা তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ছবি বাংলানিউজ

কুষ্টিয়া: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি এমন একটা দল, যে দলের সঙ্গে গণতন্ত্র শব্দটি যায় না। তাদের নেত্রী খালেদা জিয়া গণতন্ত্রের ‘মা’ নন, তিনি আসলে জঙ্গি ও রাজাকারতন্ত্রের মা আর গণতন্ত্রের সৎ মা।

বিএনপি গণতন্ত্র নিয়ে মাথা ঘামাচ্ছে না। আসলে সাজাপ্রাপ্ত খালেদার নিঃশর্ত মুক্তির দাবিতে হইচই করছে বিএনপি, মন্তব্য মন্ত্রীর।

শুক্রবার (২৪ আগস্ট) কুষ্টিয়ার ভেড়ামারায় নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।  

মন্ত্রী এসময় আরও বলেন, গণতন্ত্র হত্যা, নির্বাচন বানচাল ও খুনিদের রক্ষা করাই বিএনপির একমাত্র কাজ।  

এ সময় ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন এবং জাসদ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ