ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি গ্রেনেড হামলার বিচার প্রভাবিত করছে: হাছান মাহমুদ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৮
বিএনপি গ্রেনেড হামলার বিচার প্রভাবিত করছে: হাছান মাহমুদ ড. হাছান মাহমুদ, ফাইল ফটো

বিএনপিই সকাল-বিকাল সংবাদ সম্মেলন করে গ্রেনেড হামলার বিচারকে প্রভাবিত করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ এমপি।

শনিবার (২৫ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত 'বিএনপি-জামায়াত রাজনৈতিক অপশক্তি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি নেতা রুহুল কবির রিজভীর সাম্প্রতিক সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের কড়া সমালোচন করে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এবং আমরা ২০০৪সালের ২১আগষ্টের ভিকটিম।

আমরা এর বিচার চাইবো এটাই স্বাভাবিক কিন্তু বিএনপিই সকাল বিকাল সংবাদ সম্মেলন করে ২১শে অাগস্ট গ্রেনেড হামলার বিচারকে প্রভাবিত করার চেষ্টা করছে।

তিনি বলেন, ২১শে অাগস্টের হামলায় খালেদা জিয়ার অনুমোদন ছিল এবং এটি এমন একটি হামলা যা দিবালোকের মতো পরিষ্কার। সেই বিচারের আওতায় খালেদা জিয়াকেও আনতে হবে। তাই এখন তারা(বিএনপি) হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি বেচেঁ নিয়ে আইএসআই এর এজেন্ডাকে বাস্তবায়নের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে এবং তাদের চিন্তা-চেতনায় কোনো পরিবর্তন এখনও হয়নি। আগামীতেও হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে জড়িত ছিল। তিনি (জিয়া) একের পর এক হত্যাযজ্ঞ চালিয়েছে একইভাবে জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমানও ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় বোমা হামলা চালিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের বর্শিয়ান নেতাদের হত্যার চেষ্টা করেছিল। ভাগ্যক্রমে বঙ্গবন্ধু কন্যা আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে যান।

সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, দেশে এমন কোনো সমস্যা হয়নি যে নির্বাচন নিয়ে বিএনপির সাথে কথা বলতে হবে। বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়ার এখন কোনো হাসপাতালের দরকার নেই। তিনি এখন পোলাও আর বিরিয়ানি খান এবং তিনি সম্পূর্ণ সুস্থ আছেন বলেও জানান তিনি।

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপির জন্মই হয়েছিল ষড়যন্ত্রের মাধ্যমে। ৭৫’র পরবর্তীতেও এই দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান একের পর এক হত্যার মধ্যদিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছিলেন এবং তার স্ত্রী খালেদা জিয়া ও ছেলে তারেক রহমানের সম্পর্ক ৭১র ঘাতকদের সঙ্গে। ৭৫’ ১৫ ও ২১ আগস্টের ঘটনা একইসূত্রে গাঁথা।

সংগঠনের উপদেষ্টা চিত্র রঞ্জন দাশে’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, শাহ্ আলম, ডিইউজের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা ও রোকন উদ্দিন পাঠান।


বাংলাদেশ সময়: ০৩২২ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৮
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।