ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

রাজনীতি

ঈদযাত্রায় প্রাণহানিতে এরশাদের শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪৩, আগস্ট ২৬, ২০১৮
ঈদযাত্রায় প্রাণহানিতে এরশাদের শোক

ঢাকা: ঈদযাত্রায় (ঈদুল আজহা) প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

রোববার (২৬ আগস্ট) এক শোকবার্তায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, খবরের কাগজ খুললেই সড়ক দুর্ঘটনার সংবাদই প্রমাণ করে দেশের সড়ক যোগাযোগ কতটা ভয়াবহ। অনিরাপদ সড়কে ব্যাপক প্রাণহানিতে দেশবাসীর ঈদের আনন্দ ফিকে হয়ে গেছে।

সড়কের শৃঙ্খলা রক্ষায় ব্যর্থদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে নিহতদের পরিবারগুলোকে যৌক্তিক ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানিয়েছেন সাবেক এ রাষ্ট্রপতি।

শোক বার্তায় তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করে তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করেছেন।  

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ