ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

রাজনীতি

খুলনার সালাম মুর্শেদীর মনোনয়নপত্র বৈধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৫, আগস্ট ২৮, ২০১৮
খুলনার সালাম মুর্শেদীর মনোনয়নপত্র বৈধ

খুলনা: খুলনা-৪ আসনের (দিঘলিয়া, রূপসা ও তেরখাদা উপজেলা) উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুস সালাম মুর্শেদীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ আগস্ট) রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করেন খুলনা বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও খুলনা-৪ আসনের উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী। এই আসনের উপ-নির্বাচনে আব্দুস সালাম মুর্শেদী একমাত্র প্রার্থী।

এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এস এস কামাল হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তা জানান, আগামী ৫ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দের দিন সালাম মুর্শেদীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।

মনোনয়নপত্র বাছাই শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সালাম মুর্শেদী বলেন, আমার প্রথম কাজ হবে মরহুম সংসদ সদস্য সুজার যেসব অসমাপ্ত কাজ আছে তা শেষ করা।
  
উল্লেখ্য, ২৬ জুলাই খুলনা-৪ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা রশিদী সুজা মারা যাওয়ায় আসনটি শূন্য হয়। শূন্য আসন পূরণ করতে সোমবার (২০ আগস্ট) আব্দুস সালাম মুর্শেদীকে খুলনা-৪ আসনের (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়।  

বাংলাদেশ সময়:  ১৭৪০ ঘণ্টা,  আগস্ট ২৮ , ২০১৮
এমআরএম/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।