মঙ্গলবার (২৮ আগস্ট) বিকেলে রাজধানীর মতিঝিলে জাতীয় শোক দিবসের প্রাসঙ্গিকতা এবং বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি বিষয়ক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ডিসেম্বরের শেষ সপ্তাহে নির্বাচন হবে৷ নির্বাচন হবে সংবিধান অনুসারে।
নির্বাচন বানচাল করার ক্ষমতা কারো নেই। নির্বাচনের মাধ্যমে দল সংগঠিত হয়।
বিএনপিকে উদ্দেশ্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, নির্বাচন বানচাল করার ক্ষমতা কারো নেই। একাদশ নির্বাচনে সব দল অংশগ্রহণ নেবে। কিন্তু সেই নির্বাচনে কেউ করবে না এলে তাদের অবস্থা হবে মাওলানা ভাষানীর ন্যাপের মতো, তাদেরও বাটিচালান দিয়েও খোঁজে পাওয়া যায় না।
তোফায়েল আহমেদ বলেন, দেশে এখন স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। আগামী নির্বাচনের সময় স্বাভাবিক রাখা হবে। কিন্তু সেই সময়ে জ্বালাও-পোড়াও করে অস্থিতিশীল করতে চাইলে, তা হতে দেওয়া হবে না।
এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, ৭১ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু, সাবেক রাষ্ট্রদূত ও সচিব আব্দুল হান্নান প্রমুখ।
এফবিসিসিআই আয়োজিত সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান।
বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
এমএফআই/এসএইচ/