বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা বর্বরতার বিরল দৃষ্টান্ত উল্লেখ করে মন্ত্রী বলেন, জাতীয় চার নেতাকে কারাগারে হত্যা করেছেন জিয়া, ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ঘটনায় জড়িত ছিলেন জিয়া। অন্যদিকে, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেন জিয়ার স্ত্রী ও পুত্র।
মঙ্গলবার (২৮ আগস্ট) বিকেলে কেরানীগঞ্জ উপজেলার রামেরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঢাকা-২ আসন নির্বাচন সমন্বয় কমিটি আয়োজিত জাতীয় শোকদিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর খুনিদের বিচার না করে তাদের পুরস্কৃত করেছেন জিয়া। তাদের বিদেশি দূতাবাসে চাকরি দিয়েছেন। হত্যা ও ষড়যন্ত্রের মধ্য দিয়ে বিএনপির জন্ম। তারা বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছেন। মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে চাচ্ছেন।
ঢাকা-২ আসন নির্বাচন সমন্বয় কমিটির সদস্য সচিব যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ইউসুফ আলী চৌধুরী সেলিমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা-২ আসন নির্বাচন সমন্বয় কমিটির যুগ্ম আহ্বায়ক আবু সিদ্দিক, আবুল হোসেন মোস্তান, আব্দুল মান্নান, ডা. ইখতিয়ার আহমদে শাওন, আই কে শাহিন, দপ্তর সম্পাদক শেখ শাহাদাত শাহ, সদস্য আলতাফ হোসেন বিপ্লব, মো. ফজলুর রহমান, জাকির হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
এসআই