ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

রাজনীতি

না'গঞ্জ জেলা ছাত্রদল নেতাসহ আটক ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৫, আগস্ট ২৯, ২০১৮
না'গঞ্জ জেলা ছাত্রদল নেতাসহ আটক ১৫

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজীবসহ ১৫ ছাত্রদল নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৯ আগস্ট) বিকেলে ঢাকা থেকে সজীবকে আটক করে পুলিশ। এর আগে মঙ্গলবার (২৮ আগস্ট) রাত থেকে অভিযান চালিয়ে সোনারগাঁ থানা ছাত্রদলের ১৪ নেতাকর্মীকে আটক করা হয়।

 

আটক নেতাকর্মীরা হলেন- রুবেল হোসেন, মোজাম্মেল, ইকবাল প্রধান, কাজী হিমেল, বিল্লাল হোসেন, রুহুল আমিন পাবেল, ফরহাদ হোসেন, আব্দুল হালিম, ওমর ফারুক, আবুল বাসার, সাইদুর রহমান, খোরশেদ আলম, ইউনুস, জাকারিয়া।  

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, আটকদের বিরুদ্ধে গোপন বৈঠকের মাধ্যমে নাশকতার প্রস্তুতির অভিযোগে মামলা হয়েছে। মামলার প্রধান আসামি সজীবকে ঢাকা থেকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।