ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শেখ হাসিনা মানবাধিকার প্রতিষ্ঠায় বিশ্বমুক্তির ঠিকাদার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
শেখ হাসিনা মানবাধিকার প্রতিষ্ঠায় বিশ্বমুক্তির ঠিকাদার বক্তব্য রাখছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। ছবি বাংলানিউজ

লালমনিরহাট: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, শুধু দেশের মানুষের জন্য নয়, সারাবিশ্বের মানুষের কল্যাণে কাজ করছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সারাবিশ্বে মানবাধিকার প্রতিষ্ঠায় তিনি (শেখ হাসিনা) আজ বিশ্বমুক্তির ঠিকাদার। 

বুধবার (২৯ আগস্ট) সন্ধ্যায় লালমনিরহাটের আদিতমারী উপজেলার নামুড়ি রেলওয়ে স্টেশনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

প্রতিমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় থেকে দেশকে লুটেপুটে খেয়েছে।

দৃশ্যমান কোনো উন্নয়ন করেনি। শেখ হাসিনা ক্ষমতায় এসে সব বিভাগের অভূতপূর্ব উন্নয়ন করেছেন। বৃটিশ আমলের সেই রেললাইন সংস্কার করে গরিব-দুঃখী মানুষের যোগাযোগ সচল করেছেন।  

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের সঙ্গে থাকতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

স্থানীয়দের দীর্ঘদিনের দাবি, নামুড়ি রেলস্টেশনে লোকাল ট্রেন থামানো ও স্টেশন ভবন নির্মাণ। এসময় প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ জনগণের এ দাবি পূরণে রেলভবনে কথা বলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মোল্লার সভাপতিত্বে এ মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার মোস্তাফিজুর রহমান, বিভাগীয় রেলওয়ে পরিবহন কর্মকর্তা শওকত জামিল মোহসী, আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান, চলবলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মিজু ও পলাশী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বিপ্লব।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।