ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

রাজনীতি

৫ সেপ্টেম্বর জাপার প্রেসিডিয়াম-এমপিদের যৌথসভা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩৭, আগস্ট ৩০, ২০১৮
৫ সেপ্টেম্বর জাপার প্রেসিডিয়াম-এমপিদের যৌথসভা

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথসভা ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। বনানীস্থ জাপা চেয়ারম্যানের কার্যালয়ে সকাল ১০টায় সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

যৌথসভায় সভাপতিত্ব করবেন জাপার চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। যৌথসভায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন, পার্টির করণীয় নির্ধারণ, পার্টির সার্বিক অবস্থা পর্যালোচনা এবং কর্মসূচি নিয়ে আলোচনা হবে।


 
জাপার মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার পার্টির প্রেসিডিয়াম সদস্য ও দলীয় সংসদ সদস্যদের যথা সময়ে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন।
 
বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮
এসআই/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।