বৃহস্পতিবার (৩০ আগস্ট) দেশের সার্বভৌমত্ব নষ্টে গোপন বৈঠকের অভিযোগ এনে রুপগঞ্জ থানায় বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করা হয়।
রুপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন সরকার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন- সামসুল আলম খান বেনু (৬৫), নাসির উদ্দিন মোল্লা (৪৮), আলাউদ্দিন (৩৩), আমির হোসেন (৩৫), মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু (৪২), মাহবুবুর রহমান (৪৫), আনোয়ার সাদাত সায়েম (৪৮), আহাদ কাজী (৪২), নূর মোহাম্মদ ( ৪৫), লিপন (৪০), মতিন ভূঁইয়া (৫০), মামুন ভূঁইয়া (৩০), হাসান খান (৩২), শফিকুল ইসলাম স্বপন (৪২), আল আমিন মিয়া (৩৯), আলী আকবর (৫২), হাবিবুর রহমান (৪৪), আব্দুল্লাহ (৩৮), সেলিম (৩৫), ওয়াসিম ভূঁইয়া (৩৫), কাইয়ুম খান (৫০), নয়ন (৪০), হাবিবুর (২৩), রুবেল ভূঁইয়া, রমজান খান (৪৮), আজিজুল হক (৪৩), নজরুল মিয়া (৪৯), নাসিরউদ্দিন (৫০) ও রিপন (৩৮)সহ অজ্ঞাত আরও ২০/২৫ জন।
বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮
আরবি/