বৃহস্পতিবার (৩০ আগস্ট) সচিবালয়ে নির্বাচনকালীন সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে তোফায়েল আহমেদ বলেন, যে সরকার নির্বাচনকালে থাকবে সেটা নির্বাচনকালীন সরকার। এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে।
‘রাজপথে নেমে পেট্রোল বোমা, জ্বালাও-পোড়াও, ধ্বংসাত্মক কাজ এগুলো কেউ গ্রহণ করবে না, যদি কেউ সীমা লঙ্ঘন করে তার বিরুদ্ধে আইন-শৃঙ্খলা সংস্থা কঠিন ব্যবস্থা নেবে। ’
দশম জাতীয় সংসদ নির্বাচনের আগেও মন্ত্রিপরিষদের আকার ছোট করে নির্বাচনকালীন সরকার গঠন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এবার নির্বাচনকালীন সরকারের আকার কেমন হবে- প্রসঙ্গে তোফায়েল আহমেদ বলেন, এটা পুরোটাই প্রধানমন্ত্রীর এখতিয়ার। গতবারের ব্যাপারটা ছিল ভিন্ন, গতবার বিএনপির সঙ্গে সংলাপ করতে চেয়েছি, তাদের মন্ত্রিত্ব দিতে চেয়েছি, খালেদা জিয়া প্রত্যাখ্যান করেছেন। জাতীয় পার্টি এখন আমাদের সরকারে আছেন, গতবার তারা ছিল না। গতবার নতুন নতুন মন্ত্রী হয়েছে আকারে ছোট করে কাউকে অন্তর্ভুক্ত করেছেন। এবার কী হবে এটা প্রধানমন্ত্রী জানেন, আমি কারো সঙ্গে আলোচনা করিনি।
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮
এমআইএইচ/এএ