বৃহস্পতিবার (৩০ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওলিউজ্জামান এ ধারা জারি করেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ ধারা বহাল থাকবে।
দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসের সমর্থকরা দলীয় কার্যালয়ে মত বিনিময় সভার আহ্বান করে। একই সময়ে একই স্থানে আব্দুল মজিদ মণ্ডল এমপির সমর্থকরাও সভা আহ্বান করে। এতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।
ইউএনও মো. ওলিউজ্জামান বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করে জানান, আওয়ামী লীগের দু’পক্ষ একই সময়ে একই স্থানে সভা আহ্বান করায় দলীয় কার্যালয় ও এর আশপাশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ ধারা বহাল থাকবে।
বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ৩০ আগস্ট, ২০১৮
আরএ