ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

রাজনীতি

খালেদা জিয়ার ‘আওয়ামী লীগ’ চাই না

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৩, আগস্ট ৩০, ২০১৮
খালেদা জিয়ার ‘আওয়ামী লীগ’ চাই না বক্তব্য রাখছেন আহমদ হোসেন

সিলেট: যারা নৌকা বলে ধানের শীষে ভোট দেয় ওরা কারা। সম্প্রতি সিলেট সিটি নির্বাচনে মুখে নৌকা বলেছে অথচ ভোট দিয়েছে ধানের শীষে। এই রকম খালেদা জিয়ার আওয়ামী লীগ চাই না। 

বৃহস্পতিবার (৩০ আগস্ট) সিলেট রেজিস্ট্রার মাঠে বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন একথা বলেন।

দলের মধ্যে লুকিয়ে থাকা অনুপ্রবেশকারীদের বলেন, আওয়ামী লীগের নাম নিয়ে ভাব দেখাবেন অথচ বিএনপিকে ভোট দেবেন, এটা সহ্য করা হবে না।

যারা শোকসভায় হট্টগোল করছেন তারা কারা? বহু সহ্য করেছি আর সহ্য করবো না। আওয়ামী লীগ হতে হবে বঙ্গবন্ধুর ও শেখ হাসিনার। অথচ আপনারা সিলেটে কি করলেন? মুখে নৌকা বলে ধানের শীষে ভোট দিলেন। এই খালেদা মার্কা আওয়ামী লীগ চাই না।

তিনি আরো বলেন, সামনে নৌকায় ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে। এর আগে বিএনপি ক্ষমতায় এসে ২৬ হাজার মানুষকে হত্যা করেছে। এবার যদি বিএনপি ক্ষমতায় আসে তবে বিএনপি জামায়াত একলাখ মানুষকে হত্যা করবে।

সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বদর উদ্দিন কামরানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল-আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানকসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮
এমআইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।