শুক্রবার (৩১ আগস্ট) সকালে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এর হলরূমে বঙ্গবন্ধু গবেষণা সংসদ আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান একথা বলেন।
মশিউর রহমান বলেন, বঙ্গবন্ধু যখন নেতৃত্বের শীর্ষে পৌঁছালেন তখন তিনি বুঝতে পারলেন যে, স্বাধীনতা ছাড়া বাঙালির অধিকার বাস্তবায়ন সম্ভব হবে না।
তিনি বলেন, আমাদের সংবিধানের দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে, পৃথিবীর স্বাধীন গণতান্ত্রিক দেশগুলোর সংবিধানে যেসব বৈশিষ্ট্য আছে আমাদের সংবিধানেও সেসব বৈশিষ্ট্য আছে। এখানে কোনো সংকীর্ণতা নেই। বঙ্গবন্ধু মানুষের অধিকার, মানুষ হিসেবে মানুষের যে উচ্চ পর্যায়ে স্থান, সেটা গ্রহণ করেছিলেন। অসাম্প্রদায়িকতা, ধর্ম, গণতন্ত্র, সার্বভৌমত্ব-এগুলো ছিল তারই প্রকাশ।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, আমরা বঙ্গবন্ধুকে ভালবাসি। আমাদের সবাইকে উন্নত জীবনে নেওয়ার চেষ্টা করেছেন তিনি। বঙ্গবন্ধুর সেই স্বপ্নই তার মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বয়ে নিয়ে যাচ্ছেন। তিনি (শেখ হাসিনা) যে স্বপ্ন দেখেন আমরা মধ্যম আয়ের দেশ হবো, ২০৪১ সালে আমরা উন্নত দেশ হবো, এটা সেই স্বপ্নেরই ধারাবাহিকতা।
আলোচনা সভায় আয়োজক সংগঠনের সভাপতি সিদ্দিক হোসেন চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন-সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুন অর রশিদ, বিএফইউজের একাংশের সভাপতি মোল্লা জালাল, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু গবেষণা সংসদের সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৮
এমএইচ/আরআর