ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই: চিফ হুইপ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৮
শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই: চিফ হুইপ জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ বক্তব্য রাখছেন/ছবি: বাংলানিউজ

ঢাকা: জাতীয় সংসদের চিফ হুইপ ও পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য আ স ম ফিরোজ বলেছেন, বাংলাদেশ এখন ডিজিটালাইজড, দেশ এগিয়ে যাচ্ছে। আসুন দেশ ও জাতির পুনর্গঠনে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।

শুক্রবার (৩১ আগস্ট) বিকেলে জাতীয় প্রেসক্লাবে ইনস্টিটিউট অব ডিপ্লোমা সার্ভে ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিএসইবি) আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাত বার্ষিকীর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চিফ হুইফ বলেন, একবার চোখ বন্ধ করে চিন্তা করে দেখেন, শেখ হাসিনার বিকল্প কে আসতে পারে।

তাহলে বুঝতে পারবেন শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা নিজেই। তিনি বোঝেন কিভাবে দেশ পরিচালনা করতে হয়। কাজেই আজকে তার বিকল্প যদি জামায়াত ভাবেন, যদি তারেক বা খালেদা জিয়াকে ভাবেন, সেই সময় কিন্তু এখন আর নাই।
 
তিনি বলেন, এক সময় বাংলাদেশ জঙ্গিরাষ্ট্র হিসেবে পরিচিত ছিল, ছেলেরা বিদেশে পড়তে যেতে পারতো না। কেন? আমরা তো জঙ্গি রাষ্ট্র নই। ২০০৪ এর একুশে আগস্ট গ্রেনেড হামলা করে ২৩ জন লোককে হত্যা করা হয়েছে। এর পেছনে অনেক কারণ। দেশি এবং আন্তর্জাতিক চক্র। আপনাদের অনুরোধ আজকে দেশের যে আর্থিক অবস্থা এটা শেখ হাসিনার একক নেতৃত্বে কারণে সম্ভব হয়েছে। ভারত এবং পাকিস্তানের চেয়ে বাংলাদেশ এখন সব সূচকে এগিয়ে আছে।

আ স ম ফিরোজ বলেন, বঙ্গবন্ধুর কাছে চট্টগ্রাম পোর্ট চাওয়া হয়েছিল, তিনি বলেছিলেন দেশের স্বার্থের বিরুদ্ধে আমি কাজ করতে পারবো না। শেখ হাসিনার কাছে গ্যাস চেয়েছিল, তিনি বলেছেন ৫০ বছরের রিজার্ভ না রেখে আমি এ চুক্তি করতে পারবো না। শেখ হাসিনা ক্ষমতায় আসতে পারলো না। দেশপ্রেমের কারণে সেটা করেন। আজকেও বাংলাদেশকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে কিছু বিদেশি শক্তি ও দেশের কিছু রাজনৈতিক দল।

সার্ভে ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেড প্রদান ও পিএসসি কর্তৃক সুপারিশকৃত সার্ভেয়ারদের কানুনগো/উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার হিসেবে পদোন্নতির সরকারি অর্ডার জারির দাবির পরিপ্রেক্ষিতে আ স ম ফিরোজ বলেন, সার্ভেয়ারদের অনেকে ইতোমধ্যে বেনিফিটেড হয়েছেন। বাকী যারা তাদেরটাও খুব শিগগিরই হবে আশা করি। সময় খুব কম তবুও চেষ্টা করবো আগামী অধিবেশনেই আপনাদের এ সমস্যার সমাধান দিতে।

বক্তারা দাবি করেন, ভূমি মন্ত্রণালয়ের কানুনগো/উপ-সহকারী সেটেলমেন্ট অফিসারের ১৬০৮টি পদের মধ্যে ১৫৫০টি পদই খালি রয়েছে। এগুলো পূরণ করার দাবি জানান।

আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ুন কবির তুষারের সভাপতিত্বে ও সরদার মো. জাহাঙ্গীরের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য সচিব মাঈনুল হক চৌধুরী দুলাল, কেন্দ্রীয় নেতা মো. খলিলুর রহমান, মফিজুল ইসলাম, এসএম বাশার, মো. নঈমুল ইসলাম, কামাল আনোয়ার, মো. ইসমাইল হোসেন, মিরাজ হোসেন, অলক কুমার প্রামানিক, ইকবাল হাসান, ফোরকান হোসেন, ফকির শামসুল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৮
এমএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।